নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে বাসে হামলার অভিযোগে ২ শিক্ষার্থীকে বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিল্ড ট্যুরের (শিক্ষা সফর) বাস থামিয়ে বাসে থাকা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দুই শিক্ষার্থীকে পৃথক মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়। তবে আদেশের বিষয়টি জানাজানি হয় গতকাল বুধবার সন্ধ্যায়।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তারেক রহমান ওরফে ইমন এবং তথ্য ও যোগাযোগ ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফুল হক ওরফে তুহিন। এর মধ্যে তারেককে এক বছরের জন্য বহিষ্কার এবং পাঁচ হাজার টাকা জরিমানা, আরিফুল হককে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনিসুজ্জামান দুই শিক্ষার্থীকে বহিষ্কারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

দাপ্তরিক আদেশে বলা হয়, গত ২৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ফিল্ড ট্যুর (মাঠ সফর) থেকে ফিরছিল। পথে নোয়াখালী শহরের দত্তেরহাট বাজারসংলগ্ন ব্রিজের পূর্ব পাশে বাস থামিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কিছু শিক্ষার্থীর নেতৃত্বে বাসে থাকা শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় তারেক ও আরিফুলকে ভিন্ন মেয়াদে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।