আ.লীগকে ধাক্কা দিয়ে ফেলতে গেলে হাত-পা ভেঙে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার বিকেলে ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশনের মাঠে
ছবি: প্রথম আলো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি বলে আওয়ামী লীগকে ধাক্কা দিলে পড়ে যাবে। আওয়ামী লীগ ঠুনকো কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হলো হিমালয় পর্বতের মতো, যার নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলতে গেলে হাত-পা ভেঙে যাবে।

আজ রোববার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধানকোড়া বাজারে গিরীশ ইনস্টিটিউশনের মাঠে এ সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।

বিএনপির সমালোচনা করে জাহিদ মালেক বলেন, সিলেটে বন্যায় মানুষ কষ্ট করল, করোনায় মৃত্যুবরণ করল, তখন মানুষের পাশে বিএনপির দাঁড়ানোর সময় ছিল। তবে তখন বিএনপিকে খুঁজে পাওয়া যায়নি। অথচ তখন শেখ হাসিনা এগিয়ে এসেছেন, আওয়ামী লীগ এগিয়ে এসেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে। বিএনপি জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। তারা বাংলাভাই ও শায়েখ আবদুর রহমান সৃষ্টি করেছে। রাজাকার-আলবদরদের এমপি ও মন্ত্রী বানিয়েছে। তারা (বিএনপি) শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলাও করেছে।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামীতে ভালো থাকতে এবং উন্নয়ন বজায় রাখতে চাইলে আওয়ামী লীগের সঙ্গে থাকতে হবে এবং নৌকায় ভোট দিতে হবে। সবার চেষ্টায় আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।’

সম্মেলনের প্রথম অধিবেশনে ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহসভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুবেদ কুমার সাহা প্রমুখ।

আলোচনা সভা শেষে সবার মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য আবদুল হককে সভাপতি ও কাশেম মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।