সিরাজগঞ্জে দুই অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত
সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর-কাজীপুর আঞ্চলিক সড়কের চিলগাছা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক কাজীপুর উপজেলা ক্ষুদবান্ধি গ্রামের আনোয়ার হোসেন (৪২) ও সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের লালচানের ছেলে মোটরসাইকেল আরোহী ফজলুল হক (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাঁরা হলেন শহরের সয়াধানগড়া মহল্লার মনজুর কবির (৫৫), ধানবান্ধি মহল্লার বাবলু শেখের ছেলে ঈদিল শেখ ও সয়াধানড়া মহল্লার মৃত বশির উদ্দিনের ছেলে রাসেল হোসেন। তাঁদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে সিরাজগঞ্জ সদর-কাজীপুর আঞ্চলিক সড়কের চিলগাছা মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটি স্থানীয় ভেওয়ামারা বাজার এলাকায় একটি দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিল। এ অবস্থায় চিলগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে অটোরিকশাটির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার হোসেন। আহত হন মোটরসাইকেলের আরোহী ফজলুল হক ও ইজিবাইকের তিন যাত্রী। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান বিকেলে প্রথম আলোকে বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হলেও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।