পাথরঘাটায় নাশকতার অভিযোগে জামায়াতের তিন নেতা আটক

(বাঁ থেকে) শামীম আহসান, মাওলানা বজলুর রহমান ও নাসির উদ্দীন সরদার
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর তিন নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলা প্রস্তুতি চলছে।

আটক নেতারা হলেন পাথরঘাটা উপজেলা জামায়াতের আমির ও কিরনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহসান (৫৫), পাথরঘাটা পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা বজলুর রহমান (৫৭) ও জামায়াতের সদস্য (রোকন) নাসির উদ্দীন সরদার (৫২)।

আটকের বিষয়টি পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার রাতে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম প্রথম আলোকে বলেন, বরগুনার পাথরঘাটায় জামায়াতের নেতারা তাঁদের কর্মীদের সংঘবদ্ধ করে নাশকতার পরিকল্পনার চেষ্টা করছিলেন। এ ঘটনায় জামায়াত নেতা শামীম আহসান, মাওলানা বজলুর রহমান ও নাসির উদ্দীন সরদারকে কিছু জিহাদি বইসহ আটক করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।