কল্পনা চাকমার ২৯তম অপহরণ দিবস আজ

কল্পনা চাকমা

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২৯তম বছর পূর্ণ হচ্ছে আজ। ১৯৯৬ সালের ১১ জুন দিবাগত রাতে, অর্থাৎ ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হন কল্পনা চাকমা। পরদিন কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় অপহরণের মামলা করেন।

দীর্ঘ প্রায় তিন দশক বিচারের কাজ ঝুলে থাকার পর গত ২৩ এপ্রিল মামলাটি খারিজ করে দেন আদালত। এর আগে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বাদী নারাজি আবেদন করেছিলেন। সে আবেদন নামঞ্জুর করেন আদালত। তবে বাদীর পক্ষ থেকে উচ্চ আদালতে সুষ্ঠু বিচার পেতে আবেদন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন

এদিকে দিবসটি উপলক্ষে পাহাড়ের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। রাঙামাটির পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জিকো চাকমা বলেন, ‘কল্পনা চাকমা অপহরণ দিবস উপলক্ষে আমরা আজ বুধবার রাঙামাটি শহরের বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। এ ছাড়া বিভিন্ন সংগঠন কল্পনা চাকমার ২৯তম বর্ষ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।’

উল্লেখ্য, কল্পনা চাকমা অপহরণ মামলার তদন্তের ভার প্রথমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়। পরে আদালত অধিকতর তদন্তের জন্য রাঙামাটি পুলিশ সুপারকে দায়িত্ব দেন। ২০১৬ সালে মামলার ৩৯তম তদন্তকারী কর্মকর্তা হিসেবে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন পুলিশ সুপার। সেই চূড়ান্ত প্রতিবেদনের ওপর বাদীপক্ষ নারাজি আবেদন করে।

কল্পনা চাকমার বড় ভাই ও অপহরণ মামলার বাদী কালিন্দী কুমার চাকমা প্রথম আলোকে বলেন, ‘গত ২৩ এপ্রিল আমার নারাজি আবেদন খারিজ ও মামলা শেষ করার রায় দেন আদালত। তবে আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। ইতিমধ্যে উচ্চ আদালতে আবেদনের প্রক্রিয়া চলছে।’

আরও পড়ুন