কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় খেতে পানি দিতে গিয়ে পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া দরগাবাড়ি গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মনির হোসেন (২৫)। তিনি নোয়াদিয়া দরগাবাড়ি গ্রামের তোতা মিয়ার ছেলে। মনির পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মনির হোসেন খেতে পানি দেওয়ার জন্য বাড়ির সামনে হাওরে যান। পরে তিনি পানির পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, নিহত মনির হোসেনের পরিবারের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তাই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত মনির হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।