১৯ দফা দাবিতে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কর্মবিরতি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ১৯ দফা দাবিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা পদোন্নতি, বার্ষিক বেতনবৃদ্ধিসহ ১৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করেন তাঁরা।

পবিপ্রবির বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের আহ্বায়ক আবদুল বারেক হাওলাদার আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির সব কর্মচারীর পক্ষে ৮ নভেম্বর ১৯ দফা দাবিতে রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় আজ থেকে আন্দোলন শুরু হয়েছে। আজ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট হয়েছে। ২০ ও ২৩ নভেম্বর এক ঘণ্টার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি মানা না হলে ২৮ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি হবে।

আজকের ধর্মঘট কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সদস্যসচিব মো. শাহাদাৎ হোসেন, কর্মচারী পরিষদ সভাপতি মো. মজিবুর রহমান মৃধা, নাসিমা বেগম, মো. জসিম উদ্দিন খন্দকার, মো. সহিদুল ইসলাম সর্দার প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল ইসলাম স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসলে অনেকগুলো দাবি তুলে ধরা হয়েছে। তবে যে দাবিগুলো যৌক্তিক, তা দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।