মির্জাপুরে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গোড়াই-সখীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের আবুল মার্কেট এলাকার মো. লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০), তেলিপাড়া গ্রামের মোছা. রহিমা বেগম (৪৫), নয়াপাড়া গ্রামের অটোরিকশাচালক মো. নাজমুল (৩৫) ও উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম গ্রামের মো. আকাশ মিয়া (৩০)।

চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) হুমায়ূন কবীর। তিনি প্রথম আলোকে বলেন, নিহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে সখীপুর উপজেলা থেকে যাত্রী নিয়ে মির্জাপুরের গোড়াই এলাকার দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে তেলিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক নাজমুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।