ফরিদপুর মেডিকেলে লিফটের নিচে অর্ধগলিত লাশ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটের নিচে বেজমেন্ট কেবিন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ১০ তলা ভবনের ‘বি’ ব্লকের দুই নম্বর লিফটের নিচের বেজমেন্ট কেবিনে লাশটি পাওয়া যায়। মৃত ব্যক্তি একজন পুরুষ। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।

এ সম্পর্কে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের রোগীদের স্বজনেরা দুর্গন্ধের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও গন্ধের উৎস শনাক্ত করতে পারেনি। আজ সকাল ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় লিফটের নিচের বেজমেন্ট কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, লাশটি অন্তত দুই দিন আগের। পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। মৃত ব্যক্তির সঙ্গে থাকা একটি মুঠোফোন থেকে দুটি সিম উদ্ধার করা হয়। সিম পরীক্ষায় দেখা যায়, সেটি রাজু নামের এক ব্যক্তির নামে নিবন্ধিত। তাঁর বাবার নাম শহীদ শেখ, বাড়ি ফরিদপুরের বোয়ালমারীর রামনগর এলাকায়। ওই ফোন দিয়ে জামিরুল নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলার তথ্য পাওয়া যায়। পরে জামিরুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাঁর চাচার নাম রাজু; দুই দিন ধরে তিনি নিখোঁজ। জামিরুলসহ পরিবারের লোকজন ফরিদপুর মেডিকেল আসছেন। তাঁরা আসার পর মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।