আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা মামলায় এক আসামির স্বীকারোক্তি, স্ত্রী রিমান্ডে

ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে হত্যার অভিযোগে গ্রেপ্তার সাগর আলী ও তাঁর স্ত্রী ইশিতা বেগম
ছবি: র‍্যাবের সৌজন্যে

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় স্বামী, স্ত্রী ও সন্তান হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দম্পতির মধ্যে স্বামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর স্ত্রীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম।

তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেপ্তার দম্পতিকে আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় সাগর আলী (৩১) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর স্ত্রী ইশিতা বেগমের (২৫) পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে বাবুল হোসেন (৫০), শাহিদা বেগম (৪০) ও তাঁদের ছেলে মেহেদী হাসান জয়ের (১২) অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। বাবুল ও শাহিদা পোশাক কারখানায় চাকরি করতেন। মেহেদী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত। বাবুলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গরুড়া (ফুলবাড়ী) গ্রামে।

মরদেহ উদ্ধারের পরদিন আশুলিয়া থানায় বাবুল হোসেনের বড় ভাই আয়নাল হক অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এ মামলায় সন্দেহভাজন হিসেবে গাজীপুরের সফিপুর এলাকা থেকে সাগর–ইশিতা দম্পতিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে ঢাকার কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

র‍্যাব জানায়, এর আগে ২০২০ সালে টাঙ্গাইলের মধুপুরে একই কৌশলে একই পরিবারের চারজনকে খুন করা হয়। সাগর আলী মাত্র ২০০ টাকার জন্য ওই খুন করেছিলেন। সে সময় র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সাড়ে তিন বছর কারাগারে থাকার পর চলতি বছরের জুনে জামিনে মুক্তি পান সাগর।

র‍্যাবের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কবিরাজ সেজে আশুলিয়ায় বাবুলের বাসায় গিয়েছিলেন সাগর ও ইশিতা। চিকিৎসার নাম করে পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন তাঁরা। পরে বাসায় লুট করতে গিয়ে মাত্র পাঁচ হাজার টাকা পান এই দম্পতি। এতে ক্ষিপ্ত হয়ে তিনজনকে খুন করেন। গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাগর ও ইশিতাকে আশুলিয়া থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।