ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বিশিষ্টজনেরা বলেন, মেধাবীদের শুধু সনদ পেলে চলবে না, ভালো মানুষ হতে হবে। অন্যথায় জাতি ক্ষতিগ্রস্ত হবে।
দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখোর’ পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
সংবর্ধনা নিতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে আটটা থেকে আসতে শুরু করে ড্রিম ভ্যালি পার্কে। সকাল সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠানস্থল শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে। নিবন্ধিত শিক্ষার্থীরা এরপর বন্ধুসভার স্টল থেকে স্ন্যাকস ও উপহারসামগ্রী সংগ্রহ করে। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান। এরপর শিশুশিল্পী প্রযুক্তা, সেরা ও মিষ্ট নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেয় সুমাইয়া ইয়াসমিন ও মো. হৃদয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন সরকারি মাহতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, কুষ্টিয়া আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মহব্বত হোসেন, প্রথম আলোর ইনচার্জ, সাহিত্য (অন্য আলো) আলতাফ শাহনেওয়াজ, জোহান ড্রিম ভ্যালি পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন। বক্তৃতার মাঝেমধ্যে শিক্ষার্থীদের গান গেয়ে শোনান শিল্পী শাপলা ও অনিক।
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, এটা তোমাদের প্রথম ধাপ, জীবনে আরও অনেক ধাপ পার হতে হবে। দেশের মানুষ তোমাদের দিকে চেয়ে আছে। একদিন তোমরাই দেশের নেতৃত্ব দেবে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য প্রথম আলো বিশাল আয়োজন করেছে। মনে রাখতে হবে জীবনে সফলতা আনতে পাশে থাকবে প্রথম আলো। প্রথম আলো অদম্য মেধাবীদের পাশে থাকে, তাদের বৃত্তি দিয়ে সহযোগিতা করে।
সংবর্ধনা নিতে কুষ্টিয়া থেকে এসেছিল নুরুন নাহার নামের এক শিক্ষার্থী। সে বলে, কুষ্টিয়ায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয়েছিল। কিন্তু প্রথম আলোর সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই হবে, মনটা বিচলিত হয়ে উঠছিল। তখন পাশের জেলা ঝিনাইদহকে বেছে নেয়। সংবর্ধনা নিতে পেরে সে খুবই আনন্দিত।
দিনব্যাপী আয়োজিত এ সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য ছিল ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স ও ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস।