হালদায় বিষ দিয়ে মাছ শিকার করায় যুবকের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে বিষ দিয়ে মাছ শিকার করার দায়ে মুহাম্মদ আলমগীর (৪০) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে নদীতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহিদুল আলম এ দণ্ড দেন।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের হালদা রিসোর্স সেন্টার এলাকার গছালি খালের পশ্চিম পার্শ্বে হালদা নদীতে বিষ দিয়ে মাছ শিকারের সময় আলমগীরকে আটক করা হয়। আটকের সময় তাঁর কাছে বিষ প্রয়োগ করে ধরা কিছু চিংড়ি মাছ জব্দ করা হয়। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ইউএনও মুহাম্মদ শাহিদুল আলম প্রথম আলোকে বলেন, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সারোয়ার মোর্শেদ তালুকদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এবং আটক আলমগীরের স্বীকারোক্তির ভিত্তিতে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।