তেঁতুলিয়ায় বাবাকে খুঁজতে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাবাকে খুঁজতে গিয়ে মহানন্দা নদীতে ডুবে মুশফিকুর রহমান (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।
মুশফিকুর উপজেলা সদর ইউনিয়নের সাহেবজোত এলাকার খাবিরুল ইসলামের ছেলে। সে তেঁতুলিয়া শিশু নিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে মুশফিকুর বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে মায়ের কাছে জানতে পারে, তার বাবা তেঁতুলিয়া জেলা পরিষদ ডাকবাংলোর পাশে মহানন্দা নদীতে মাছ ধরতে গেছেন। এরপর সে বাবাকে খুঁজতে নদীতে যায়। এর কিছুক্ষণ পর বাবা খাবিরুল বাড়িতে এসে ছেলে কোথায় জানতে চান। পরে মুশফিকুর তাঁকে (বাবাকে) নদীতে খুঁজতে গেছে জেনে বাবা আবার নদীতে গিয়ে ছেলেকে খুঁজতে শুরু করেন। কিছুক্ষণ ধরে ছেলেকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন ও নদীতে থাকা স্থানীয় পাথরশ্রমিকদের বিষয়টি জানান। এ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর একটি গভীর খাদের পাশে মুশফিকুরের শার্ট দেখতে পান খাবিরুল। পরে সবার সন্দেহ হলে ওই খাদে নেমে খোঁজাখুঁজির সময় পানির নিচে অচেতন অবস্থায় মুশফিকুরকে খুঁজে পান পাথরশ্রমিকেরা। বেলা সাড়ে তিনটার দিকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মুশফিকুরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবাকে খুঁজতে যাওয়া ওই স্কুলছাত্র শার্ট খুলে রেখে নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গেছে বলে ধারণা করছেন স্বজনেরা।
তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের মাধ্যমে জেনেছেন। পরিবারের অবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।