রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

ট্রেনের ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে যায় লাকড়িবোঝাই ট্রলি। সোমবার বিকেল চারটার দিকে রাজশাহীর পবা উপজেলার মোহনপুর এলাকায়
ছবি : প্রথম আলো

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাঁরা শ্যালো মেশিনচালিত ট্রলি গাড়িতে লাকড়ি বোঝাই করে ট্রেন লাইন পার হচ্ছিলেন। আজ সোমবার বিকেল চারটার দিকে পবা উপজেলার মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ধাধাস এলাকার মো. হানিফের ছেলে মো. হাবিব (২৩) ও কামাড় ধাধাস এলাকার মো. মোফা (৩৭)। এর মধ্যে হাবিব ওই পরিবহনের চালক ছিলেন। আর হেলপার ছিলেন মোফা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেন। এ সময় পবা উপজেলার মোহনপুর এলাকায় ট্রলিভর্তি লাকড়ি নিয়ে পার হচ্ছিল গাড়িটি। পরে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন ওই দুই ব্যক্তি। তাঁরা ঘটনাস্থলে মারা যান। এই রেলক্রসিংটি অরক্ষিত। এখানে কোনো গেটম্যান নেই। এ ঘটনায় শ্যালো মেশিনচালিত ট্রলিটি লন্ডভন্ড হয়ে গেছে। লাকড়িগুলো ছড়িয়ে–ছিটিয়ে পড়ে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ রাজশাহী রেলওয়ে পুলিশ নিয়ে গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার আবদুল আলিম বলেন, বিকেল ৪টা ১৮ মিনিটে তাঁদের কাছে দুর্ঘটনার খবর আসে। পরে তাৎক্ষণিকভাবে সেখানে তাঁরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, মরদেহ উদ্ধার করেছেন তাঁরা। তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।