বাসে শাবির ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মামলা, বাসের তত্ত্বাবধায়ক কারাগারে
রাতে স্লিপার কোচে (বাস) সিলেটে ফেরার পথে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বাসের তত্ত্বাবধায়ককে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক উম্মে সালমা এ আদেশ দেন। ওই মামলার বিশ্ববিদ্যালয় পক্ষের আইনজীবী মো. তাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো ওই আসামির নাম মাইনুর উদ্দিন (২১)। তিনি এ মামলার একমাত্র আসামি। মাইনুর নোয়াখালী জেলার সোনাইমুড়ীর বাটপাড়া এলাকার অহিদুল্লাহর ছেলে। তিনি প্যারাডাইস এক্সপ্রেস নামের বাসের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। ভুক্তভোগী ছাত্রীর পক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ মামলা করে। আজ সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ১০ অনুযায়ী মামলাটি রেকর্ড হয়। মামলার বাদী হয়েছেন শাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ভুক্তভোগী ছাত্রী ঢাকার আরামবাগ থেকে প্যারাডাইস এক্সপ্রেস বাসের স্লিপার কোচে সিলেটের উদ্দেশে রওনা দেন। ভোর সাড়ে পাঁচটার দিকে বাসে যখন ওই ছাত্রী ঘুমিয়ে ছিলেন, তখন আসামি তাঁকে যৌন হয়রানির চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার শুরু করলে অন্য যাত্রীরা আসামিকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনার পর প্যারাডাইস এক্সপ্রেস বাসের দায়িত্ব থেকে মাইনুর উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বুধবার থেকে ওই অভিযুক্ত থানায় পুলিশের হেফাজতে ছিলেন। মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আজ বেলা দুইটার দিকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।