বাগেরহাটে উৎসবমুখর কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা। আজ রোববার সকালে বাগেরহাট শিল্পকলা একাডেমিতে
ছবি: প্রথম আলো

বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমি চত্বর আজ রোববার সকাল সাড়ে আটটা বাজার আগেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে। এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উপস্থিতি একাডেমি চত্বর উৎসবে রূপ নিয়েছে।

সব শিক্ষার্থীর হাতে কৃতিত্বের সনদ ও ক্রেস্ট। ছোট ছোট দলে চলছে আড্ডা। স্কুলজীবনের কাছের বন্ধু ও সহপাঠীকে কয়েক মাস পরে দেখে জড়িয়ে ধরছে কেউ কেউ। আবার মুঠোফোনে সেলফি তুলে স্মৃতি ধরে রাখার চেষ্টা করছে অনেকেই।

শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অংশ নিয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

আজ সকাল ১০টা ১০ মিনিটে বাগেরহাট প্রথম আলো বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাগেরহাট বন্ধুসভার বন্ধু আলিশা বিনতে আসিফ, তানিয়া মিম ও মাহামুদ ছকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল হক।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও অভিনন্দন জানিয়ে বক্তৃতা করছেন অতিথিরা। অনুষ্ঠান উপস্থিত আছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আসিফ উদ্দিন, বাগেরহাট বন্ধুসভার উপদেষ্টা ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা চিকিৎসক প্রদীপ কুমার বকশি, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, প্রথম আলোর প্রশাসন বিভাগের প্রধান উৎপল চক্রবর্তী প্রমুখ।

কৃতিত্বের ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থীরা। আজ রোববার সকালে বাগেরহাট শিল্পকলা একাডেমিতে
ছবি: সাদ্দাম হোসেন

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত গোবিন্দ দাস বলে, ‘ভালো ফলাফলের এমন উদ্‌যাপন খুবই ভালো লাগছে। প্রথম আলোর এ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।’