কারাগার
প্রতীকী ছবি

নাশকতার মামলায় কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানসহ আট নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মীর সফিকুল আলম।

কারাগারে পাঠানো অন্যরা হলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির নেতা শেখ ফরহাদ হোসেন, আকবর হুসাইন, আবদুর রব আকুঞ্জি, মো. জামিনুর রহমান, মোল্লা মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ।

গত ১১ ফেব্রুয়ারি এই আটজনের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় নাশকতার মামলা করেন থানাটির উপপরিদর্শক (এসআই) তারেক মোহাম্মদ নাহিয়া। আসামি পক্ষের আইনজীবী মমরেজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার এজাহারে ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১২০ থেকে ১৩০ জনকে আসামি করা হয়। নাম উল্লেখ করা আসামিরা গ্রেপ্তার এড়াতে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। আজ ১৭ জন নিম্ন আদালতে হাজির হয়ে আবারও জামিন আবেদন করেন। আদালত নয়জনের জামিন মঞ্জুর করেন। বাকি আটজনের জামিন নামঞ্জুর করে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।

খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারবিরোধী আন্দোলন দমন করার জন্য বিএনপির নেতা-কর্মীদের নামে এমন ‘গায়েবি’ মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। তবে এতে নেতা-কর্মীরা নতুন করে উজ্জীবিত হচ্ছেন।