বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যাপিত হয়েছে সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান। উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মাতেন তাঁরা।
গতকাল শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উৎসবের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শোভাযাত্রা বের করা হয়।
পরে সন্ধ্যায় বিদ্যালয়ের মাঠে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. সাইস্তা মিয়া। শাহেদ আহমদের সঞ্চালনায় বক্তৃতা দেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান, বিএনপির সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজম খান, বিদ্যালয়ের দাতা সদস্য প্রতাপ চন্দ্র নাথ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন আহমদ প্রমুখ। আজ রোববার দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হচ্ছে।