মুঠোফোন ব্যবহার নিয়ে ক্ষিপ্ত হয়ে কিশোরীকে কুপিয়ে হত্যা, বাবা আটক
হবিগঞ্জে অতিরিক্ত মুঠোফোন ব্যবহার করা নিয়ে ক্ষিপ্ত হয়ে এক ব্যক্তি তাঁর কিশোরী মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বিকেলে জেলার মাধবপুর উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত কিশোরীর বাবাকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাধবপুরের ঘনশ্যামপুর গ্রামের মঈন উদ্দিনের মেয়ে রানু বেগম (১৫) পড়াশোনার বদলে প্রতিদিন মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকত। এ নিয়ে তাঁর বাবা মঈন উদ্দিন দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন। তিনি মেয়েকে মুঠোফোন ব্যবহার থেকে সব সময় বিরত থাকতে বলতেন। আজ বেলা তিনটার দিকে মঈন উদ্দিন কাজ শেষে বাড়িতে এসে দেখেন, তাঁর মেয়ে মুঠোফোনে কথা বলছে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে ঘরে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় রানু।
এদিকে খবর পেয়ে পুলিশ নিহত কিশোরীর বাড়িতে গিয়ে লাশটি উদ্ধার করে। পাশাপাশি নিহত কিশোরীর বাবা মঈন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। মঈন উদ্দিন দুই বছর আগে দুবাই থেকে দেশে ফেরেন। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, মঈন উদ্দিনের মেয়ে রানু প্রায় সময়ই মুঠোফোনে অতিরিক্ত কথা বলত। তিনি তাকে মুঠোফোন ব্যবহারে নিষেধ করেন। আজ বিকেলে বাড়িতে ফিরে মেয়েকে ফোনালাপ করতে দেখে তিনি ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।