পিরোজপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
পিরোজপুর সদর উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. সাইদুল সরদার (৩৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আসাদুল্লাহ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজা পাওয়া সাইদুল সরদার সদর উপজেলার কদমতল ইউনিয়নের বাসিন্দা। একই সঙ্গে আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দিয়েছেন।
আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি আবদুর রাজ্জাক খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি সাইদুর সরদার ঘটনার পর দীর্ঘ দিন পলাতক ছিলেন। আদালতে আত্মসমর্পণের পর দীর্ঘ শুনানির শেষে আজ আদালতের রায় দিলেন। মামলার বাদী বলেন, ‘এ আমি রায়ে খুশি। আমরা বিচার পেয়েছি।’
আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ আগস্ট দুপুরে ওই কিশোরী বিদ্যালয় থেকে ফিরে বাড়ির পাশে পুকুরে হাত–মুখ ধুতে যায়। তখন সাইদুল সরদার পেছন থেকে ওই কিশোরীর মুখ চেপে ধরে পুকুরের পশ্চিম পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। এতে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। পরে মেয়েটির ফুপু ঘটনাস্থলে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পান। এরপর স্বজনেরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পরের দিন ওই কিশোরীর বাবা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাইদুর সরদারকে আসামি করে একটি মামলা করেন। মামলাটির তদন্ত শেষে পুলিশ সাইদুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।