বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়ায় ডালের বাটিতে সিগারেটের টুকরা
সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি আবাসিক হলের ক্যাফেটেরিয়ায় খাওয়ার জন্য গিয়েছিলেন ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আশরাফ হোসেন। পরোটার সঙ্গে ডাল মিশিয়ে যখনই মুখে দেবেন, তখনই দেখলেন ডালের মধ্যে উঁকি দিচ্ছে সিগারেটের অবশিষ্টাংশ।

আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে। পরে আশরাফ হোসেন ডালের একটি ছবি ফেসবুকে পোস্ট করলে বিষয়টি জানাজানি হয়। অনেকেই এ ছবি ফেসবুকে শেয়ার করে বিভিন্ন ধরনের সমালোচনা করছেন। জানাজানি হওয়ার পর ইতিমধ্যে একটি তদন্ত কমিটিও করেছে হল কর্তৃপক্ষ।

সিগারেটের অবশিষ্টাংশের বিষয়টি নিশ্চিত করে ইতিহাস বিভাগের আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি নম্বরপত্র উত্তোলনের জন্য সোহরাওয়ার্দী হলে গিয়েছিলেন। ওই হলে নাশতা খাওয়ার জন্য তিনি ঢুকেই স্যাঁতসেঁতে পরিবেশ আর পচা গন্ধ পান। আশরাফ হোসেন আরও বলেন, সিগারেটের অবশিষ্টাংশ দেখার পর তিনি ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপককে এটি দেখান। পরে ওই ব্যবস্থাপক কর্মচারীকে বকাঝকা করে বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান দেন। পরে তিনি ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে ফেসবুকে এ ছবিটি পোস্ট করেন।

সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়ায় খাবার নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ এবারই প্রথম নয়। চলতি বছর ২৯ জানুয়ারি অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে এই ক্যাফেটেরিয়ায় তালা দিয়েছিল ছাত্রলীগের একটি পক্ষ। এ ছাড়া গত বছর ৭ আগস্ট ক্যাফেটেরিয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের প্রমাণ পায় হল কর্তৃপক্ষ। এরপর হল প্রাধ্যক্ষ শিপক কৃষ্ণ দেবনাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। পরে আবার গত বছর ১ সেপ্টেম্বর নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ এনে এই ক্যাফেটেরিয়ায় তালা দিয়েছিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি পক্ষ।

ডালে সিগারেটের অবশিষ্টাংশ পাওয়ার বিষয়ে ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপক ইসমাইল হোসেন মুঠোফোনে বলেন, ডালে সিগারেটের টুকরা কীভাবে এল, তা তিনি বুঝতে পারছেন না। তাঁরা যেভাবে রান্না করেন তাতে সিগারেটের টুকরা পড়ার কথা নয়।

জানতে চাইলে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ শিপক কৃষ্ণ দেব নাথ প্রথম আলোকে বলেন, তিনি ফেসবুকে ছবি দেখার পরই একটি তদন্ত কমিটি করেছেন। ছাত্রদের ব্যাপারে তিনি এসব অব্যবস্থাপনা মেনে নেবেন না। কমিটিতে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।