ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ৫ ঘণ্টা ও আরিচা-কাজিরহাট নৌপথ ৬ ঘণ্টা বন্ধ

যানবাহন বোঝাই করে কুয়াশা কমার অপেক্ষায় আছে একটি ফেরি। আজ বুধবার সকাল ১০টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে
ছবি: প্রথম আলো

বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। ঘন কুয়াশায় আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় সাড়ে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। একই কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথেও ভোর সাড়ে ৪টার থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় সাড়ে ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই দুই রুটের ফেরি চলাচল বন্ধ রাখে বলে জানা গেছে।

ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়ায় চারটি, পাটুরিয়ায় ছয়টি ও মাঝনদীতে একটি ফেরি আটকা পড়ে। এ ছাড়া আরিচা ও কাজিরহাট থেকে ছেড়ে যাওয়া দুটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। বেলা পৌনে ১১টার পর থেকে কুয়াশা কমতে থাকায় ফেরিগুলো নির্দিষ্ট ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। এর মধ্যে বেশির ভাগ ছিল পণ্যবাহী গাড়ি।

ফেরি বন্ধ থাকায় ফেরিঘাট সড়কে শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির সারি দেখা যায়
ছবি: প্রথম আলো

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোর থেকে কুয়ার ঘনত্ব আরও বেড়ে যাওয়ায় সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আজ সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট গিয়ে দেখা যায়, ৭ নম্বর ঘাটে ২টি এবং ৩ ও ৪ নম্বর ঘাটে ১টি করে ফেরি যানবাহন বোঝাই করে কুয়াশা কমার অপেক্ষায় আছে। এ ছাড়া ফেরি বন্ধ থাকায় ফেরিঘাট সড়কে শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির সারি দেখা যায়।

ফেরি বন্ধ থাকায় ফেরিঘাট সড়কে শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির সারি দেখা যায়
ছবি: প্রথম আলো

দীর্ঘক্ষণ ঘাটে আটকে থাকা পিরোজপুরগামী বাসের যাত্রী জিহাদ হাসান বলেন, গতকাল গভীর রাতে সড়ক দুর্ঘটনায় পিরোজপুরে তাঁর এক স্বজন মারা গেছেন। গভীর রাতে খবর পাওয়ায় তিনি রওনা দিতে পারেননি। তবে সকালে রওনা দিলেও ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা ঘাটে আটকে ছিলেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, এই মৌসুমে অষ্টমবারের মতো কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হলো। তবে বেলা পৌনে ১১টা থেকে কুয়াশা অনেকটাই কেটে যায়। এর পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট—দুই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।