ক্লাস বন্ধ করে সংবর্ধনায় যাওয়া ৬ প্রতিষ্ঠানপ্রধানকে কারণ দর্শানোর নোটিশ

সংসদ সদস্য মু. জিয়াউর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিকেলে কাশিয়াবাড়ী ফুটবল মাঠে
ছবি: সংগৃহীত

ক্লাস বন্ধ রেখে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সংসদ সদস্যের সংবর্ধনায় যোগ দেওয়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

আজ বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম প্রথম আলোকে বলেন, ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়ে কাজ করছি। ছয় প্রতিষ্ঠানের মধ্যে তিনটি উচ্চবিদ্যালয় ও তিনটি মাদ্রাসা আছে।

প্রতিষ্ঠানগুলো হলো বোয়ালিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়, বোয়ালিয়া বালিকা উচ্চবিদ্যালয়, ষড়গ্রাম বালিকা উচ্চবিদ্যালয়, বৈরতলা দাখিল মাদ্রাসা, কাশিয়াবাড়ী আলিম মাদ্রাসা ও নয়রশিয়া লালগড় দাখিল মাদ্রাসা।

গতকাল মঙ্গলবার বিকেলে নির্ধারিত সময়ের আগে ক্লাস বন্ধ করে ওই ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা গোমস্তাপুর উপজেলার স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। উপজেলার কাশিয়াবাড়ী ফুটবল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ।

জেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ক্লাস বন্ধ রেখে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি তিনি পত্রপত্রিকা ও বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। এর পরিপ্রেক্ষিতে গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর গত ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান।