রাজশাহীতে হরতালে মাঠে নামেনি বিএনপি, জামায়াতের ঝটিকা মিছিল

হরতালের সমর্থনে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল। আজ রোববার সকাল ৯টার দিকে নগরের অলকার মোড়ে
ছবি: সংগৃহীত

বিএনপি ও বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজশাহীতে দূরপাল্লার বাস চলাচল করছে না। নাটোরে বাস পোড়ানোর ঘটনায় সকালের দিকে রাজশাহী থেকে স্থানীয় বাসগুলোও ছেড়ে যায়নি। তবে দুপুরের দিকে উপজেলা ও স্থানীয় জেলাগুলোতে অল্প কিছু বাস চলছে। রাজশাহী থেকে সবগুলো ট্রেন ঠিক সময়েই ছেড়ে গেছে। ট্রেনগুলোতে যাত্রী ৭০ শতাংশের মতো ছিল।

এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় হরতালের সমর্থনে রাজশাহী নগরে বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। সেখানে কয়েক মিনিটের মিছিল থেকে ছয়জনকে আটক করে পুলিশ। এ ঘটনার পর আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী বলেন, নেতা-কর্মীরা বাড়ি থেকে বেরই হতে পারছেন না। অনেকেই বাড়ির বাইরে দিনের পর দিন। রাতে বাড়িতে গিয়ে হানা দিচ্ছে। এ অবস্থায় তবুও তাঁরা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

তবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দলটি এত দিন খুব ভোরে মিছিল করলেও আজ সকাল ৯টার দিকে রাজশাহী নগরের ব্যস্ততম অলকার মোড় এলাকায় কর্মসূচি পালন করে। এতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। ওই এলাকায় কয়েক মিনিটের মিছিল শেষে তিনি বক্তব্য দেন।

রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় বিএনপির আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় নতুন মামলা হবে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। জামায়াতে ইসলামীর মিছিল সম্পর্কে ওসি বলেন, হঠাৎ কয়েক মিনিটের মধ্যে তারা কর্মসূচি পালন করে চলে গেছে।

এদিকে হরতালের প্রতিবাদে রাজশাহী নগরের বিভিন্ন মোড়ে আওয়ামী লীগ নেতা–কর্মীদের অবস্থান দেখা গেছে। নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক বলেন, বিএনপির কর্মসূচির কারণে যাতে জানমালের ক্ষতি না হয়, জনগণ নিরাপদে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারে, সে জন্য মাঠে আছে আওয়ামী লীগ।

রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক বলেন, ভোরে নাটোরে বাস পোড়ানো হয়েছে। তাই তাঁরা আজ সকালে আন্তজেলার বাসগুলো চালাতে পারেননি। বেলা বাড়ার পর কিছু যাত্রী পাওয়া যাচ্ছে। তাই কিছু বাস আশপাশের জেলা ও উপজেলাগুলোতে চলাচল করছে। তবে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরগামী বাস চলাচল করছে না।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, আজ সব ট্রেনই সিডিউল অনুযায়ী ছেড়ে গেছে। যাত্রী কম ছিল। ৭০ শতাংশের মতো। ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।