কুষ্টিয়ায় হাতবোমা বিস্ফোরণ

কুষ্টিয়া জেলার মানচিত্র

কুষ্টিয়ার মিরপুরে একটি মার্কেট ভবনের ছাদে হাতবোমার বিস্ফোরণ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ভবনের পাশেই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা) সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের বাড়ি।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশের শীর্ষ কর্মকর্তা ছুটে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের মিরপুর নতুন বাজার এলাকায় তাঁর বাড়িসংলগ্ন জেলা পরিষদের মার্কেট ভবনের ছাদে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট আওয়াজে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর শোনামাত্রই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান।

রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, জেলা পরিষদের মার্কেট ভবনের ছাদে হাতবোমা বিস্ফোরণ হয়েছে। এতে বোমার ভেতরে থাকা মার্বেল ছড়িয়ে পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।