নান্দাইলে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব দেওয়ার কথা বলে অর্থ আদায়, পরে ফেরত

উপজেলা পরিষদ নির্বাচন
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পদে দায়িত্ব দেওয়ার আশ্বাস দিয়ে ১৫ জন শিক্ষকের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে ওই টাকা নিয়েছেন এক উপসহকারী কৃষি কর্মকর্তা। পরে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর ওই কর্মকর্তা টাকা ফেরত দিয়েছেন।

অভিযুক্ত ফয়সাল মিয়া উপজেলার রাজগাতী ইউনিয়নের একটি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা। তিনি উপজেলার রাজগাতী ইউনিয়নের শিমুলতলা প্রিক্যাডেট অ্যান্ড হাইস্কুল ও নান্দাইল পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের ১৫ জন শিক্ষকের কাছ থেকে ৭০০ টাকা করে নিয়েছিলেন। এ ঘটনায় স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের শিক্ষক রানী চৌহান উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিসুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

চতুর্থ ধাপে ৫ জুন নান্দাইলসহ অন্য উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

এ বিষয়ে গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা মুঠোফোনে বলেন, তিনি একজন শিক্ষকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালককে জানিয়েছেন। এ বিষয়ে তদন্ত করা হবে। তিনি জানান, তিনিসহ তাঁর দপ্তরের কেউ নির্বাচনী কর্মকর্তা নিয়োগের দায়িত্বপ্রাপ্ত নন।

এ বিষয়ে জানতে ফয়সাল মিয়ার মুঠোফোনের যোগাযোগ করা হলে ওই বিষয়ে প্রথমে তিনি কথা বলতে চাননি। পরে তিনি জানান, শিক্ষকদের টাকা ফেরত দেওয়া হয়েছে।

শিমুলতলা প্রিক্যাডেট অ্যান্ড হাইস্কুলের পরিচালক শফিকুল ইসলাম বলেন, তাঁর প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষকের কাছ থেকে ৭০০ টাকা করে নিয়েছেন ফয়সাল। শিক্ষকেরা ভেবেছিলেন নির্বাচনী দায়িত্ব পালন করলে ৫ থেকে ৬ হাজার টাকা ভাতা পাওয়া যাবে। ওই টাকা পাওয়ার আশায় শিক্ষকেরা ৭০০ টাকা করে দিয়েছিলেন।