নিজেদের ইটবাহী ট্রলির চাপায় প্রাণ গেল চাচাতো ভাই-বোনের

যশোর জেলার মানচিত্র

যশোর সদর উপজেলায় ইটবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো তাহিয়া খাতুন (৪) ও হুরাইরা হোসেন (২)।

তাহিয়া খাতুন সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামের কামাল হোসেনের মেয়ে। আর হুরাইরা হোসেন কামালের ভাই জামাল হোসেনের ছেলে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, উপজেলার জিরাট গ্রামের কামাল হোসেনের একটি ইটবাহী ট্রলি আছে। তাঁর বাড়ির পাশেই একটি ভাটার অবস্থান। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে কামাল হোসেনের বাড়ির সামনে কাঁচা সড়কে চালক ট্রলিটি ঘুরাচ্ছিলেন। কামাল পাশে দাঁড়িয়ে চালককে ট্রলিটি ঘোরানোর ব্যাপারে নির্দেশনা দিচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে তাহিয়া খাতুন ও হুরাইরা হোসেন সড়কের ওপর উঠে ট্রলি ঘোরানো দেখছিল। হঠাৎ পেছন দিকে চলতে থাকা ট্রলিটি তাদের শরীরের ওপর উঠে পড়ে। এতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মারা যায়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দীন খান প্রথম আলোকে বলেন, ইটবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে তাহিয়া খাতুন ও হুরাইরা হোসেন নিহত হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।