মানিকগঞ্জে পাচারকালে ৪৭ টন সার জব্দ, দুই ট্রাকচালক গ্রেপ্তার

স্যারসহ জব্দ দুই ট্রাক। মঙ্গলবার দুপুরে সাটুরিয়া থানার সামনের সড়কে
ছবি: সংগৃহীত

অবৈধভাবে পাচারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৪৭ টন সার জব্দ করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলা সদরে সাটুরিয়া বাজার এলাকায় থেকে দুটি ট্রাকবোঝাই এসব সার জব্দ করা হয়। মানিকগঞ্জের ডিলারদের বরাদ্দের জন্য এসব সার গাজীপুরে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করেছে। এই মামলায় দুই ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মানিকগঞ্জ সদরের কৃষ্ণপুর গ্রামের বাদল মিয়া (৪৫) এবং মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ দনার দন্দি গ্রামের সালাম মিয়া (৪০)।

সাটুরিয়ার থানার পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪৭ দশমিক ৪৫ টন টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) মানিকগঞ্জ বিএডিসির গুদাম থেকে গাজীপুরের কালিয়াকৈরের মেসার্স বিষ্ণু অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স নারায়ণ বণিক নামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে নেওয়া হচ্ছিল। এসব সার অন্য জেলায় পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে পুলিশ সাটুরিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সাটুরিয়া বাজার এলাকায় পাকা সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাক দুটিকে আটক করা হয়। এরপর সার ও ট্রাক জব্দ করা হয়। থানায় নিয়ে যাওয়া হয় দুই চালককে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনে সাটুরিয়া থানায় মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন। মামলায় সরকারি সার অবৈধভাবে মজুত ও কালোবাজারি করার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় আটক দুই ট্রাকচালককে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা চোরাকারবারি ডিলার ও সাব-ডিলার এবং মানিকগঞ্জ বিএডিসি গুদামের কর্মরত অজ্ঞাতনামা কর্মকর্তা ও কর্মচারীদের আসামি করা হয়েছে।

এসআই মোক্তার হোসেন বলেন, সারসহ জব্দ করা ট্রাকের চালকদের জিজ্ঞাসাবাদের সময় তাঁরা জানান, এসব সার মানিকগঞ্জ বিএডিসি গুদামের। ট্রাকচালকদের কাছ থেকে উদ্ধার করা এ-সংক্রান্ত দুটি পৃথক চালানের কাগজও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বিএডিসির মানিকগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক (সার) মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ঢাকায় সার রাখার কোনো গুদাম নেই। গাজীপুর গুদাম থাকলেও তার পরিধি ছোট। মানিকগঞ্জ গুদাম থেকে মাঝেমধ্যে ঢাকা ও গাজীপুরে সার সরবরাহ করা হয়ে থাকে। পুলিশের জব্দ করা সার মানিকগঞ্জের গুদামের কি না, তা রেজিস্ট্রার বই না দেখে নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন বিএডিসির এই কর্মকর্তা।

সার জব্দ ও পুলিশের করা মামলার বিষয়টি জানেন না বলেও মন্তব্য করেন মেহেদী হাসান। তাঁর দাবি, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাঁদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। জব্দ করা সার পাচার বা কালোবাজারি করা হচ্ছিল কি না, এমন প্রশ্নের জবাবে মেহেদী হাসান বলেন, গাজীপুরের কালিয়াকৈরে মেসার্স বিষ্ণু অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স নারায়ণ বণিক নামের দুটি ডিলারের প্রতিষ্ঠান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সার জব্দ, মামলা ও দুই ট্রাকচালককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ট্রাকের গ্রেপ্তার দুই চালককে বুধবার আদালতে তোলা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।