ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সাজেক যাওয়ার পথে অপহরণ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রুইলুই ভ্যালিতে যাওয়ার পথে এক নারী পর্যটককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে বাঘাইহাট-সাজেক সড়কের শিজকছড়া এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়।
অপহৃত শিক্ষার্থী খাগড়াছড়ি সদর এলাকার বাসিন্দা । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
থানা–পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী সকাল সাড়ে ১০টায় জিপে করে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশে রওনা দেন। সেখানে একটি জিপে সহপাঠীদের সঙ্গে ওই ছাত্রীও ছিলেন। বেলা পৌনে একটার দিকে শিজকছড়া এলাকা অতিক্রমের সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁদের যানবাহনটির গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ‘ওই ছাত্রীকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান চলছে। আশা করছি শিগগিরই তাঁকে উদ্ধার করতে পারব।’