বঙ্গবন্ধু টানেলে আবারও ট্রাক দুর্ঘটনা, চালকসহ আহত ২
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় টানেলের ডেকোরেশন বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সময় ট্রাকচালক ও সহকারী আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
টানেল সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে পণ্যবাহী একটি ট্রাক টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারার দিকে আসছিল। দ্রুতগতির ওই ট্রাকের চালক টানেলের ভেতরে নিয়ন্ত্রণ হারান। তখন ট্রাকটি টানেলের দেয়ালে ধাক্কা খায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় আহত ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই টানেলের নিরাপত্তায় নিয়োজিত কর্মী ও নৌবাহিনীর সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে টোল প্লাজায় নিয়ে যান।
এই খবরের সত্যতা নিশ্চিত করে টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফা প্রথম আলোকে বলেন, টানেলের টিউবের ভেতরে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা গিয়ে ট্রাকটি উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক রাখেন। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
এর আগে ১১ ফেব্রুয়ারি রাতে টানেলের ভেতরে একসঙ্গে চারটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে পাঁচজন আহত হন। ওই সময় ভেতরের ডেকোরেশন বোর্ড ভেঙে যায় এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে উদ্বোধনের পর গত তিন মাসে টানেলের ভেতরে-বাইরে আটটি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে দুজনের।