লক্ষ্মীপুরে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

হত্যাপ্রতীকী ছবি

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের মেঘনা বাজার এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি দায়ের কোপে জোছনা আক্তার (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় কুপিয়ে আহত করা হয় তাঁর স্বামী আলাউদ্দিনকেও (৩৬)।

পূর্বশত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মেঘনা বাজার এলাকার নুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারীর স্বজনেরা জানান, জোছনা আক্তারের স্বামী আলাউদ্দিন পেশায় একজন সাউন্ড সিস্টেম ব্যবসায়ী। রমজান মাসে আলাউদ্দিনের বসতঘরের পাশের একটি পুকুরে ড্রেজিং করে বালু উত্তোলন করে নিয়ে যান তাঁর খালাতো ভাই সিরাজ মিয়া। কিছুদিন আগে ওই পুকুরে আবারও পানিনিষ্কাশনের জন্য সেচপাম্প বসান সিরাজ।

এতে বাড়িঘর পুকুরে ধসে পড়ার আশঙ্কায় বাধা দিলে আলাউদ্দিনের সঙ্গে সিরাজের কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। ঘটনার কয়েক দিন পর ঈদে ঢাকা থেকে বাড়ি আসেন সিরাজের ভাই মো. পারভেজ ও নিজাম উদ্দিন।

ওই বিরোধের জের ধরে তাঁরা আলাউদ্দিনের বসতঘরে হামলা চালান। সিরাজের নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিন ও তাঁর স্ত্রী জোছনা বেগমকে গুরুতর আহত করেন।

পরে স্থানীয় লোকজন আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জোছনা বেগমকে মৃত ঘোষণা করেন। এ সময় আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘হাসপাতালে আনার আগেই জোছনা বেগমের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।’