বেলাবতে কলেজশিক্ষককে ছুরিকাঘাতের প্রতিবাদে মিছিল
নরসিংদীর বেলাব উপজেলায় কলেজশিক্ষক মোহাম্মদ আব্দুছ ছাত্তারকে (৫০) ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে মৌন মিছিল করেছেন কলেজটির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে মিছিল শেষ হয়।
মৌন মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে ছিলেন স্বপন চন্দ্র দেবনাথ, সুব্রত রায়, আমিনুল হক, কাজী বশির আহমেদ, তাজুল ইসলাম, আলমগীর কবির প্রমুখ।
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবুর রহমান বলেন, ‘আমাদের সহকর্মী শিক্ষক আব্দুছ ছাত্তারের ওপর হামলার প্রতিবাদে আমরা সব শিক্ষক-শিক্ষার্থী এই মৌন মিছিল অংশ নিয়েছি। প্রশাসন ও পুলিশের কাছে আমাদের একটাই চাওয়া, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।’
কলেজশিক্ষক আব্দুছ ছাত্তার বলেন, বুধবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় অজ্ঞাতপরিচয় এক যুবক ধারালো চাকু দিয়ে তাঁর ঘাড় থেকে পিঠ পর্যন্ত আঘাত করেন। এরপর মহাসড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির সহযোগিতায় হামলাকারী পালিয়ে যান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ভুক্তভোগী শিক্ষকের দেওয়া লিখিত অভিযোগটির তদন্ত চলছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে আশা করা হচ্ছে, খুবই শিগগিরই শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বুধবার সকালে কিশোরগঞ্জের ভৈরবের বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে আব্দুছ ছাত্তার হামলার শিকার হন। এ ঘটনায় ওই দিন বিকেলেই আব্দুছ সাত্তার বেলাব থানায় লিখিত অভিযোগ দেন। তিনি উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক।