আনোয়ারায় দুই প্রার্থীর নাম ঘোষণা করলেন সাবেক ভূমিমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেন সাবেক ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী। আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের সার্সন রোডের বাসায়ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরের সার্সন রোডের বাসায় আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এই নাম ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদারের নাম ঘোষণা করেন সাইফুজ্জামান চৌধুরী। তিনি সভায় বলেন, ‘এই প্রথম আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিচ্ছেন। আপনারা তাঁকে এবং ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবেন।’

তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কারও নাম ঘোষণা করা হয়নি। বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির অনুপস্থিতিতে নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে আওয়ামী লীগ এবার উপজেলায় দলীয় প্রতীকে প্রার্থী দিচ্ছে না। অর্থাৎ কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। যাঁর যাঁর মতো করে স্বতন্ত্রভাবে দলের নেতারা নির্বাচন করতে পারবেন। যেকোনো প্রার্থীর পক্ষে দলের নেতারা ভোট করতে পারবেন।

জানতে চাইলে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতারা দুই প্রার্থীর নাম সুপারিশ করলে সংসদ সদস্য তাতে সমর্থন দেন। দলের বর্ধিত সভায় তিনি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দুজনের নাম ঘোষণা করেন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কারও নাম ঘোষণা করেননি তিনি।

উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী না দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত থাকার পরও দলীয়ভাবে প্রার্থী ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি জসিম উদ্দিন চৌধুরী।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ মে। মনোনয়নপত্র যাছাই-বাছাই ৫ মে এবং প্রত্যাহারের শেষ দিন ১২ মে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিতে এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। দলের আরও কয়েকজন নেতা নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে আলোচনা আছে। সংসদ সদস্য ঘোষিত চেয়ারম্যান প্রার্থী এম এ মান্নান চৌধুরী উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। নির্বাচনে অংশ নিতে তিনি সেখান থেকে পদত্যাগ করেছেন।