ফতুল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় গ্রেপ্তার ৭ কর্মী কারাগারে
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় যুবলীগের সাত কর্মীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ভোরে ফতুল্লার লামাপাড়া এলাকায় আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ তাঁদের আটক করে। বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলীর আদালতে তাঁদের হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোল্লা জাফর, আবুল হোসেন, উজ্জ্বল, সোহাগ, শাহ আলম, তপন ও রাসেল। তাঁরা ফতুল্লার বাসিন্দা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোরে লামাপাড়া এলাকায় আওয়ামী লীগের নেতা–কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে যুবলীগের ওই সাত কর্মীকে আটক করেছে। আটক ব্যক্তিদের পদ–পদবি না থাকলেও জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের যুবলীগের কর্মী হিসেবে স্বীকার করেছেন।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের মুঠোফোন ঘেঁটে দেখা গেছে, তাঁরা লামাপাড়া এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাঁদের মধ্যে সাতজনকে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত করতে যুবলীগ সভাপতি মীর সোহেল আলীর নির্দেশে তাঁরা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।