এক গুদামেই মিলল ১২৮ টন গমের অবৈধ মজুত

নওগাঁর মান্দায় বুধবার এক ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করা গম, সয়াবিন তেল, আটা, চিনি ও ছোলা জব্দ করা হয়েছে। সন্ধ্যায় উপজেলার গোয়ালপাড়া গ্রামে
ছবি: প্রথম আলো

নওগাঁর মান্দা উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১২৮ মেট্রিক টন গমসহ সয়াবিন তেল, আটা, চিনি ও ছোলা জব্দ করা হয়েছে। ভোগ্যপণ্য মজুতের দায়ে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার সন্ধ্যায় উপজেলার পরানপুর এলাকায় প্রশাসনের মজুতবিরোধী অভিযান চলাকালে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁর নাম মাসুদ রানা (৪৫)। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম মাসুদ এন্টারপ্রাইজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আনজুমান্দ বানু জানান, পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে একটি গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য অবৈধভাবে মজুত করা হয়েছে বলে তাঁরা গোপন তথ্য পান। সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই গুদামে অভিযান চালিয়ে ১২৮ মেট্রিক টন গম, ২০ হাজার ৭২ লিটার সয়াবিন তেল, ৮ মেট্রিক টন আটা, ৩২ মেট্রিক টন ছোলা ও ৪ মেট্রিক টন চিনির অবৈধ মজুত পাওয়া গেছে।

ইউএনও আরও বলেন, অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হবে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে এই মামলা করবেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

আরও পড়ুন

জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, পবিত্র রমজান মাস কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যপণ্য মজুত করে মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত সাত দিনে অবৈধভাবে ধান-চাল মজুতের দায়ে নওগাঁয় ৩৯টি প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।