তিস্তা নদীতে নৌকা ডুবে ৩ শ্রমিক নিখোঁজ

লালমনিরহাট জেলার মানচিত্র

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে নৌকা ডুবে তিন কৃষিশ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী (হাজির মোড়) গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিন শ্রমিক হলেন—সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের বাসিন্দা ফজলু, আহেদুল ও একই ইউনিয়নের ধুবনী গ্রামের সফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে ধুবনী গ্রামের পশ্চিমপাড় থেকে তিস্তা নদীতে একটি নৌকায় কয়েকজন কৃষিশ্রমিক নদীর ওপারে চরের জমিতে রোপা আমন ধান রোপণের উদ্দেশ্যে রওনা দেন। নদীর মাঝখানে স্রোত ও ঢেউয়ের তোড়ে পড়ে নৌকাটি উল্টে যায়। এ সময় অন্য শ্রমিকেরা সাঁতার কেটে তীরে আসতে পারলেও তিন শ্রমিক ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

স্থানীয় লোকজনের ভাষ্য, কয়েক দিন থেকে তিস্তা নদীর পানি বেড়েছে। এতে নদীতে প্রচণ্ড স্রোত দেখা দিয়েছে। অতিরিক্ত লোকজন ওঠায় নৌকাটি নদীর মাঝখানে স্রোতের তোড়ে দুলতে দুলতে উল্টে গেছে।

হাতীবান্ধা উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য হারাধন সাহা জানান, রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই নিখোঁজ তিনজনের সন্ধানে উদ্ধারকাজ পরিচালনা করা হবে।