সাতক্ষীরায় ছেলের শ্বশুরবাড়ি বেড়াতে এসে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঈদ উপলক্ষে ছেলের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল বাবা-ছেলের। সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজ রোববার রাত নয়টার দিকে শহরের বাইপাস সড়কের কামালনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

নিহত দুজন হলেন আবদুল বারী (৫০) ও তাঁর ছেলের নাম রেজাউন হোসেন (২৫)। তাঁরা সাতক্ষীরার কলারোয়া উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের আবু রায়হান (২৮), একই গ্রামের মাহমুদ আলী (২৫) ও রাইসপুর গ্রামের আবদুল হাকিম (৩০)।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আজ রাত নয়টার দিকে কামালনগর মোড় এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবদুল বারী ঘটনাস্থলে নিহত হন। তাঁর ছেলে রেজাউনসহ চারজন মারাত্মক আহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রেজাউনের অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আনাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।