যুগ্ম সচিবের সঙ্গে নারীর ‘ঘনিষ্ঠ মুহূর্তের’ ভিডিও নিয়ে আলোচনা

যুগ্ম সচিবের সঙ্গে নারীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে
ছবি: রয়টার্স

এক যুগ্ম সচিবের সঙ্গে নারীর ‘ঘনিষ্ঠ মুহূর্তের’ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে এখন বরগুনায় আলোচনা চলছে। এই যুগ্ম সচিব একসময় বরগুনার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ ৪ সেপ্টেম্বর পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়ে তিনি ঢাকায় একটি মন্ত্রণালয়ে কাজ করছেন।

গতকাল সোমবার বিকেল থেকে এ–সংক্রান্ত দুটি ভিডিও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিও একটি ১ মিনিট ১০ সেকেন্ডের, অপরটি ৬ মিনিট ১৭ সেকেন্ডের। দুটি ভিডিওতে ওই সরকারি কর্মকর্তা ও নারীকে দেখা গেছে। দুজনকে একটি কক্ষে দেখা গেছে।

বরগুনায় ভিডিও নিয়ে আলোচনার কারণ হলো, এ সরকারি কর্মকর্তা এখানে আড়াই বছর জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে উপসচিব হিসেবে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। সর্বশেষ তিনি উপসচিব থেকে যুগ্ম সচিব হন।

ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে ওই কর্মকর্তাকে কল করা হলে তিনি ধরেননি।
বরগুনার বর্তমান জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলামের কাছ জানতে চাইলে তিনি বলেন, ‘ভিডিওটি আমার নজরে এসেছে। এখানে আমি কী বলব! এ বিষয় হয়তো সরকার ব্যবস্থা নেবে।’

জেলা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান বলেন, ‘একজন জেলা প্রশাসকের এমন কাজে স্থানীয় জেলা প্রশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এটা অনৈতিক কাজ। আমরা আশা করি, সরকার এ ঘটনায় ব্যবস্থা নেবে।’