এক্সপ্রেসওয়ের সড়কদ্বীপে মোটরসাইকেলের ধাক্কা, স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সড়কদ্বীপে ধাক্কা দিলে এক নারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক ওই নারীর স্বামী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শাকিলা আকতার (২৬)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাকপুরা গ্রামের সাকিব গাজীর (৩২) স্ত্রী। এই দম্পতি রাজধানীর আদাবরে ভাড়া বাসায় থাকেন। দুর্ঘটনায় আহত সাকিবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ প্রথম আলোকে বলেন, সাকিব ও শাকিলা দম্পতি তাঁদের গ্রামের বাড়ি থেকে সকালে মোটরসাইকেলে রাজধানীর আদাবরের বাসায় যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় এলে সাকিব মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। সে সময় এক্সপ্রেসওয়ের সড়কদ্বীপে সজোরে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শাকিলা মারা যান। সাকিব গাজীর অবস্থাও আশঙ্কাজনক।