ঘরে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল নৈশপ্রহরীর লাশ
যশোরের অভয়নগর উপজেলা থেকে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর এলাকায় ভৈরব নদের একটি ঘাটের পাশের ঘর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
ওই নৈশপ্রহরীর নাম মিন্টু তরফদার (৬০)। তিনি উপজেলার নওয়াপাড়া গ্রামের মুসা তরফদারের ছেলে। তিনি আমদানিকারক প্রতিষ্ঠান সরকার গ্রুপের দুর্গাপুর এলাকার ভৈরব নদের ঘাটের প্রহরী ছিলেন।
সরকার গ্রুপের দুর্গাপুর ঘাটের ব্যবস্থাপক আবদুর রহিম হোসেন বলেন, অভয়নগর থানা থেকে ৫০ গজ দূরেই তাঁদের ঘাট। মিন্টু তরফদার ওই ঘাটের নৈশপ্রহরী ছিলেন। গতকাল শুক্রবার রাতেও তিনি দায়িত্ব পালন করেন। আজ শনিবার সকাল নয়টার দিকে ঘাটের ঘরের মেঝেতে তাঁকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘরের দরজা খোলা ছিল। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পরে অভয়নগর থানা থেকে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, মিন্টু তরফদারের গলায় গামছা প্যাঁচানো ছিল। মুখ ও নাক দিয়ে রক্ত বেরিয়ে ছিল। তাঁর ঠোঁটে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।