বগুড়ায় আদালতে যাওয়ার পথে শিক্ষানবিশ আইনজীবীকে কুপিয়ে আহত
বগুড়ায় আদালতে যাওয়ার পথে আবদুল বারী নামের শিক্ষানবিশ এক আইনজীবীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক জাকারিয়া রানা প্রথম আলোকে বলেন, নিউরোসার্জারি বিভাগে অস্ত্রোপচারের পর অচেতন অবস্থায় আবদুল বারীকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আজ বেলা একটার দিকে নিউরোসার্জারি বিভাগের প্রধান সুশান্ত কুমার সরকার বলেন, রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন। তাঁর বিষয়ে করণীয় ঠিক করতে আইসিইউর প্রধান নিতাই চন্দ্র সরকারকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাসেদ বলেন, আবদুল বারী জেলা আদালতে ফজলুল বারী নামের এক জ্যেষ্ঠ আইনজীবীর অধীনে কাজ করতেন। তিনি বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং বিএনপি সমর্থিত আইনজীবীদের সঙ্গে মিশতেন।
সদর থানার উপপরিদর্শক জাফর আলী বলেন, আজ সকালে আদালতের উদ্দেশে চক ফরিদ উত্তরপাড়ার বাসা থেকে বের হন বারী। গলির ভেতরে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। হামলার কারণ এবং হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি।
হামলার কয়েক মিনিট আগে বগুড়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সফলতা কামনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন শিক্ষানবিশ এই আইনজীবী।