ঘোড়াঘাটে চাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৯৫ বস্তা সরকারি চাল জব্দ

৯৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর গ্রামে
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৯৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার রাত ৮টায় উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দামোদরপুর গ্রামের মঞ্জু মিয়ার বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক হয়নি।

চাল ব্যবসায়ী মঞ্জু মিয়া একই গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করে আসছেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় কেউ মুঠোফোনে ফোন করে ওই চাল ব্যবসায়ীর বাড়িতে সরকারি চাল মজুত রাখার খবর দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামকে। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে চাল ব্যবসায়ী মঞ্জু মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁর বাড়ির বারান্দায় রাখা খাদ্য অধিদপ্তরের সিলসংবলিত ৯৫ বস্তা চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ৮৫০ কেজি চাল জব্দ করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও চাল ব্যবসায়ী মঞ্জু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
ইউএনও রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জব্দ করা চাল থানায় নিয়ে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা হবে।

ঘোড়াঘাট উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার প্রথম আলোকে বলেন, ভিডব্লিউবি প্রকল্পের আওতায় ঘোড়াঘাট উপজেলায় ২ হাজার ৩৩৭ জন সুবিধাভোগী আছেন। তাঁদের প্রতি মাসে বিনা মূল্যে ৩০ কেজি চাল দেওয়া হয়। জুলাই মাসে চালের বরাদ্দ পেতে দেরি হয়েছে। তাই এবার জুলাই ও আগস্ট মাসের একসঙ্গে ৬০ কেজি চাল দেওয়া হয়েছে। তবে সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করার পর তাঁরা সেই চাল কোথায় বা কার কাছে বিক্রি করেন, সেটি তাঁদের দেখার সুযোগ থাকে না। জব্দ করা চালের বস্তাগুলো টিআর প্রকল্প নাকি ভিডব্লিউবি প্রকল্পের, তা তিনি জানেন না।