যশোর রেলস্টেশন এলাকায় ছুরিকাঘাতে ১৫ মামলার আসামি খুন

নিহত জুম্মানের স্বজনদের আহাজারি। শনিবার রাতে যশোর জেনারেল হাসপাতালের সামনে
ছবি: সংগৃহীত

যশোর রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. জুম্মান (২৬) এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জুম্মান শহরের শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। এলাকায় সন্ত্রাসীদের তালিকায় নিহত জুম্মানের নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে।

জুম্মানের ভাই মো. মামুন বলেন, আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রেলস্টেশনের উল্টো দিকে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন জুম্মান। এ সময় দুর্বৃত্তরা তাঁর বাঁ পায়ের ঊরুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত জুম্মানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত জুম্মানের স্বজনদের আহাজারি। শনিবার রাতে যশোর জেনারেল হাসপাতালের সামনে
ছবি: সংগৃহীত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, জুম্মানকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। প্রচুর রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, নিহত জুম্মানের বিরুদ্ধে থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে। এলাকায় সন্ত্রাসীদের তালিকায় তাঁর নাম রয়েছে। এই খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের জন্য পুলিশের একাধিক দল অভিযানে আছে। কী কারণে জুম্মান খুন হয়েছেন, এখন পর্যন্ত জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল রোববার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।