ঢাকায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় চালক রংপুরে গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

ঢাকার খিলক্ষেত এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় ট্রাকচালককে রংপুরের গঙ্গাচড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে র‍্যাব-১৩ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ট্রাকচালকের নাম রিপন মিয়া (২২)। তাঁর বাড়ি গাইবান্ধা সদর উপজেলার উজির ধরণীবাড়ি গ্রামে।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র‌্যাব-১৩–এর একটি দল মঙ্গলবার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কাগজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকচালক রিপন মিয়াকে গ্রেপ্তার করে। রিপন মিয়া গত ২৬ অক্টোবর ঢাকার খিলক্ষেতের কুড়াতলী এলাকায় বেপরোয়া গতিতে পুলিশের একটি গাড়ির পেছনে ধাক্কা দেন। এতে গাড়িটির চালক কনস্টেবল মো. রায়হান সরকার ও যাত্রী কনস্টেবল মো. লিয়াকত আলী গুরুতর আহত হন। দুজনকে উদ্ধার করে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. রায়হান সরকারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে খিলক্ষেত থানায় অজ্ঞাতনামা ট্রাকচালকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার তদন্তে ওই ঘটনায় জড়িত ট্রাকচালক মো. রিপনের নাম উঠে আসে।

র‌্যাব-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম বলেন, কনস্টেবল নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার রিপন মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।