বুকে ব্যথা নিয়ে ট্রাক চালাচ্ছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
বুকে ব্যথা নিয়ে ট্রাক চালাচ্ছিলেন চালক। ব্যথা বাড়তে থাকায় হাসপাতালে যাচ্ছিলেন তিনি। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের মস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ট্রাকচালকের নাম শওকত আলী শেখ (৪৬)। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি এলাকার এলাকার মৃত শহর আলী শেখের বড় ছেলে। ওই ট্রাকে ছিলেন ভাঙারি মালের ব্যবসায়ী মনির হোসেন। তিনি সামান্য আহত হয়েছেন।
মনির হোসেনের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, বরিশাল থেকে ভাঙারি মালামাল নিয়ে একটি ট্রাক গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকার আসার পর ট্রাকচালক শওকত আলী বুকে ব্যথা অনুভব করেন। ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকলে ট্রাকের থাকা ভাঙারি মালের ব্যবসায়ী মনির চালককে ট্রাক নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে যেতে বলেন। চালক বুকে ব্যথা নিয়েই হাসপাতালে যাওয়ার পথে গতকাল রাত সাড়ে তিনটার দিকে মস্তফাপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজন ট্রাকচালক শওকত আলীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক গোলাম রাসুল মোল্লা বলেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই ট্রাকচালকের মৃত্যু হয়েছে। মহাসড়কে দুর্ঘটনার পরপরই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যবসায়ী মনির হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন।