‘জাতিকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করে বঙ্গবন্ধুর ভাষণ’
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণটি স্বাধীনতাকামী বাঙালির উদ্দেশ্যে নির্দেশনামূলক বার্তা। এই ভাষণের মধ্য দিয়েই জাতি স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হয়েছিল। পাকিস্তানি শাসক গোষ্ঠী নানান ছলচাতুরী করে বাঙালির স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষাকে অবদমিত করতে পারেনি।
ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দীন চৌধুরী এসব কথা বলেন।
মাহতাব উদ্দীন চৌধুরী আরও বলেন, জাতির স্বাধীনতা অর্জিত হলেও এখনো অর্থনৈতিক মুক্তি অর্জিত হয়নি। এই অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে ঘুরে দাঁড়াতে পারে এবং অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে। এ কারণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপি–জামাত কখনোই সাতই মার্চ পালন করে না। যারা সাতই মার্চ পালন করে না, তারা বাংলাদেশের অস্তিত্বকেও বিশ্বাস করে না। এরা যখন ক্ষমতায় ছিল, তখন দেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করেছিল। দুর্নীতিসহ নানাবিধ অপকর্মে দেশকে লুটেরাদের হাতে সমর্পিত করেছিল। আমরা এই অবস্থায় কিছুতেই ফিরে যেতে পারি না। তিনি আরও বলেন, বিগত ১৪ বছরে বর্তমান সরকারের সফলতা ও অর্জনগুলো এত বিশাল যে তা অভাবিত। এই সাফল্যগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারলেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে ঠেকানো যাবে না।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ধর্ম সম্পাদক জহুর আহমদ, নির্বাহী সদস্য সৈয়দ মো. আমিনুল হক, মো. ইলিয়াছ প্রমুখ।