তরুণকে গুলি করে হত্যার হুমকি চেয়ারম্যান প্রার্থীর, ভিডিও ছড়াল ফেসবুকে

গুলি করে হত্যার হুমকি দেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে
ছবি: ভিডিও থেকে নেওয়া

এক তরুণকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও এবার উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিমল কৃষ্ণ বিশ্বাস। হুমকি দেওয়ার সেই ভিডিও গতকাল শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

হত্যার হুমকি পাওয়া তরুণের নাম মনোতোষ মধু। তিনি কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চড়াহরবাড়ি গ্রামের মনোরঞ্জন মধুর ছেলে। অভিযুক্ত বিমল কৃষ্ণ বিশ্বাস কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য।

ভিডিওতে বিমল কৃষ্ণ বিশ্বাসকে উত্তেজিত অবস্থায় মনোতোষ মধুকে শাসাতে দেখা যায়। বিমল কৃষ্ণ বিশ্বাসকে বলতে শোনা যায়, ‘তোরে বানাব, জন্মের বানান।’ এ ছাড়া ওই তরুণকে অকথ্য ভাষায় অনেক গালিগালাজ করেন তিনি। এ সময় ওই তরুণকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে যায়। আশপাশের অনেক লোক থাকলেও তাঁরা কোনো প্রতিবাদ করেননি।

বিমল কৃষ্ণ বিশ্বাসের এমন কর্মকাণ্ড দলের মধ্যে প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন।

এ বিষয়ে চেষ্টা করেও ভুক্তভোগী মনোতোষ মধুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে মনোতোষ মধুর চাচাতো ভাই রবীন্দ্রনাথ মধু প্রথম আলোকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিমল কৃষ্ণ বিশ্বাস আমার ভাইকে হত্যার হুমকি দিয়েছেন। এতে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। ভয়ে আমার ভাই মনোতোষ মধু পালিয়ে বেড়াচ্ছে। আমি ঢাকায় একটি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করি। আজ বাড়ি এসেছি, বংশের মুরুব্বিদের সঙ্গে কথা বলে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য।’

অভিযোগের বিষয়ে বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘কিছুদিন আগে চড়াহরবাড়ি গ্রামে মনোতোষ মধুর বাড়ির পাশে একটা সেবাশ্রমে গিয়েছিলাম। সেখানে আমি গাড়ি থেকে নামার সময় দুটি মোটরসাইকেল নিয়ে হত্যা করার উদ্দেশ্যে আমাকে আক্রমণ করা হয়। আমি তাদের বুঝিয়ে-শুনিয়ে কথা বলেছি। আমি আইনের আশ্রয়ে যেতে চেয়েছিলাম, পরে তারা আমার কাছে ক্ষমা চেয়েছে, তাই তাদের ক্ষমা করে দিয়েছি।’

এ বিষয়ে রবীন্দ্রনাথ মধু বলেন, বাড়ির পাশে সেবাশ্রমের অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান হাওলাদার এসেছিলেন। কিছু সময় পর বিমল কৃষ্ণ বিশ্বাসও আসেন। তিনি (বিমল) গাড়ি থেকে নামার সময় পাশে দাঁড়িয়ে থাকা তাঁর এক স্বজনের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে বিমল কৃষ্ণ বিশ্বাস সেই স্বজনকে বেধড়ক পেটান। মনোতোষ মধু প্রতিবাদ জানিয়ে বিমল কৃষ্ণ বিশ্বাসের কাছে তাঁকে মারার কারণ জানতে চান। এতে বিমল কৃষ্ণ বিশ্বাস তাঁকে (মনোতোষকে) অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে যাঁকে হুমকি দেওয়া হয়েছে, তিনি অভিযোগ করলে বিষয়টি কোটালীপাড়া থানার ওসিকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে।

এর আগে নির্বাচনী এক সভায় বিমল কৃষ্ণ বিশ্বাস প্রতিপক্ষের এক কর্মীর পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।