চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে রেল যোগাযোগ ব্যাহত হওয়া এবং শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে আগামীকাল মঙ্গলবার থেকে তিন দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার  ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রবল বৃষ্টির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত। এমন অবস্থায় আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

আজ বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার ও সহ-উপাচার্য বেনু কুমার দে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের প্রতিনিধিদের নিয়ে এক সভা করেন। সভা শেষে ক্লাস ও পরীক্ষা বন্ধের এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রামে চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে গেছে নগরের বিভিন্ন রাস্তাঘাট। জলাবদ্ধতার কারণে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন। এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাস চলাচলও বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার বিশ্ববিদ্যালয়ের অন্তত চারটি বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়। বন্ধ ছিল শ্রেণি কার্যক্রমও।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার প্রথম আলোকে বলেন, ফতেয়াবাদ স্টেশনে ট্রেনের লাইন থেকে প্রায় তিন ফুট ওপরে পানি থাকায় ক্যাম্পাস পর্যন্ত ট্রেন আসছে না। জলাবদ্ধতা দূর হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন,  জলাবদ্ধতার কারণে এসি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। নন-এসি বাসগুলো চলাচল করছে। তবে জলাবদ্ধতায় পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে।