ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে পুত্রবধূকে (২২) ধর্ষণের দায়ে শ্বশুর গণি খাঁকে (৫৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় গণি খাঁ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী প্রবাসে থাকায় ২০১৯ সালের ২০ এপ্রিল তিনি শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হন। একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে একই বছরের ২৮ জুন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন গৃহবধূর ভগ্নিপতি।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ঘটনার দিন রাতে গৃহবধূ ঘুমিয়ে ছিলেন। তখন তাঁর ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন গণি খাঁ। একপর্যায়ে গৃহবধূ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরীক্ষার মাধ্যমে গর্ভবতী হওয়ার বিষয়টি জানাজানি হয়।
মামলাটি তদন্ত করেছেন ফরিদপুরের নগরকান্দা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম খান। তিনি তদন্ত শেষে ২০২০ সালের ২০ আগস্ট গণি খাঁকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, ঘটনাটি পারিবারিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদার জন্য হুমকিস্বরূপ। রায়টি উদাহরণ হয়ে থাকবে।