বরিশালে গণিত উৎসব, শিক্ষার্থীদের পদচারণে মুখর প্রাঙ্গণ

জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে উদ্বোধন করা হয় ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো বরিশাল আঞ্চলিক গণিত উৎসবের পর্ব। শনিবার সকালে বরিশাল নগরের বিএম স্কুল মাঠেছবি: প্রথম আলো

ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের বরিশাল বিভাগীয় পর্ব আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে নগরের ঐতিহ্যবাহী বিএম স্কুল প্রাঙ্গণে গণিত উৎসবের উদ্বোধন করা হয়।

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বরিশাল সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মোতালেব। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্‌–বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখার ব্যবস্থাপক মো. আলমগীর হুমায়ূন এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বরিশালে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আবদুল মোতালেব বলেন, ‘জ্ঞানচর্চার মাধ্যমে তোমরা নিজেদের গড়ে তুলবে, এমনটাই আমাদের প্রত্যাশা। তোমাদের আগে অনেকেই গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে। আন্তর্জাতিক পদক পেয়েছে। তোমরাও একদিন বড় জায়গায় পৌঁছাবে। এ জন্য পরিশ্রমের বিকল্প নেই।’

অধ্যাপক আবদুল মোতালেব বলেন, একটি যুক্তিনির্ভর, বিজ্ঞানমনস্ক প্রজন্ম যেকোনো জাতির জন্য সম্পদ। প্রথম আলো এই কাজ করে জাতি গঠনে অনন্য একটি কাজ করছে। সংবাদপত্র যে শুধু সংবাদ প্রকাশ করেই দায়িত্ব শেষ করে, প্রথম আলো সেই ধারণা বদলে দিয়েছে। প্রথম আলো প্রমাণ করেছে, একটি সংবাদপত্র শুধু সংবাদ নয়, জাতি গঠনেও সাধ্যমতো ভূমিকা রাখতে পারে। এ জন্যই প্রথম আলো অনন্য।

গণিত উৎসবে অংশ নিয়েছে শিক্ষার্থী। শনিবার সকালে বরিশাল নগরের বিএম স্কুল মাঠে
ছবি: প্রথম আলো

উদ্বোধনের পর আজ সকাল ১০টায় বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে গণিতের পরীক্ষা শুরু হয়। গণিতের বরিশাল আঞ্চলিক এ উৎসবে অংশ নিতে কনকনে শীতের মধ্যেও বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হয় নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বরিশাল বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। তাদের সঙ্গে আসেন অভিভাবকেরাও। সকাল সাতটার মধ্যেই বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে শিক্ষার্থীদের পদচারণে।

সকাল আটটায় বিদ্যালয় প্রাঙ্গণে কথা হয় নগরের কালেক্টরেট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হালিমা তাসনিমের সঙ্গে। সে জানায়, উৎসবে অংশ নিতে সকাল সাড়ে সাতটায় সে ঘর থেকে বের হয়। সাড়ে আটটায় পৌঁছায় উৎসব প্রাঙ্গণে। গণিতের খুঁটিনাটি বিষয় জানতে প্রথমবারের মতো উৎসবে অংশ নিয়েছে সে।

উৎসব প্রাঙ্গণে এসে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাফিসা মোবাশ্বিরার প্রতিক্রিয়া, গণিত তার প্রিয় বিষয়। কেউ কেউ গণিতে ভয় পেলেও সূত্র মেলাতে পারদর্শী সে। তাই গণিত সম্পর্কে আরও বিস্তারিত জানতে উৎসবে এসেছে। এ ছাড়া শিক্ষকদের কাছে জানার জন্য গণিত সম্পর্কে একগুচ্ছ প্রশ্ন তৈরি করে এনেছে।

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। আয়োজনে সহযোগিতা করে প্রথম আলো বন্ধুসভা বরিশালের সদস্যরা। অনলাইনে প্রাথমিক বাছাইপর্বে নির্বাচিত শিক্ষার্থীরা উৎসবে যোগ দিয়েছে।